Rag Kore Thaka Jay Na Lyrics by Mahtim Shakib:
Song Details:
- Song: Rag Kore Thaka Jai Na (রাগ করে থাকা যায় না)
- Singer: Mahtim Shakib
- Lyric & Tune: Snahashish Ghosh
- Music: Rezwan Sheikh
- Album: Raag Korey Thaka Jai Na
- Label: Central Music and Video [CMV]
- Released Date: 19-11-2019
- Produced and Distributed by Central Music and Video [CMV]
Rag Kore Thaka Jay Na Lyrics Mahtim Shakib:
কোন এক পিছুটান
ভেঙ্গে দিলো ব্যবধান
দেখা হয়ে গেলো তাই আবার,
মিলেছি দুটিতে এই আমি কিছুতে
হারাতে দেবো না তোকে আর।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে।
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।
ভালোবাসি বলে প্রতিদিন চলে
তোর মনে আসা আর যাওয়া,
থাকতে যদি চাই সেখানে সবসময়
হবে কি তা খুব বেশি চাওয়া।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে..
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।
মন যখন থাকে ছুঁয়ে কষ্টটাকে
যদি তখন তোর দেখা পাই,
সবকিছু ভুলে প্রিয় সুর তুলে
মনটা ভালো হয়ে যায়।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে..
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।
Rag Kore Thaka Jay Na Lyrics English Translate:
No one backs down
Broke the gap
See you again,
I have matched the two in something
I will not let you lose anymore.
I'm lost to you
But there is happiness at this rate.
I can see your smile
The mirrors of all pride are broken one by one,
You belong to someone
You can never be angry with.
Love goes every day
You remember coming and going,
Always there if you want to stay
What will happen is too much to ask.
I'm lost to you
But there is happiness at this rate ..
I can see your smile
The mirrors of all pride are broken one by one,
You belong to someone
You can never be angry with.
When the mind touches the pain
If I see you then,
Forget everything and pick up favorite tunes
The mind becomes better.
I'm lost to you
But there is happiness at this rate ..
I can see your smile
The mirrors of all pride are broken one by one,
You belong to someone
You can never be angry with.
0 Comments