Ki Dia Mon Karila lyrics By Andrew Kishore & Sabina Yasmin:
Song Info:
Song: Ki Dia Mon Karila
Cast: Shabana & Alamgir
Singer: Andrew kishore & Sabina Yasmin
Lyricist: Moniruzzaman Monir
Music: Alam Khan
Movie: Ashanti
Director: A.J. Mintu
Producer: Wahid Sadik
Production: S.S. Production
Label: Anupam
Ki Dia Mon Karila Song Lyrics In Bengali :
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরাইলা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরাইলা
নজরে নজরে রাখিয়া আমারে
নজরে নজরে রাখিয়া আমারে
নয়নের বান মারিলা ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরাইলা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরাইলা
জানে জানে বীথির পাতা জানে তরুলতা
তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা
জানে জানে বনের পাখি জানে গাঙের পানি
যতনতে আছে মনে তোমার কথাখানি
ইশারাতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া
হৃদয়ের লাজ ভাঙ্গিলা ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরায় লা
দেখ দেখ মনের চোখে দেখ ভালো করে
আছি তোমার রব তোমার সারাজীবন ধরে
রাখ রাখ আপন করে রাখ বুকের মাঝে
তুমি ছাড়া কেউ যেন পায় নাগো খুঁজে
জাদুমাখা রূপ নিয়া পাগল করা হাসি দিয়া
ফাগুনের রঙ ধরিলা ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরাইলা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরাইলা
নজরে নজরে রাখিয়া আমারে
নজরে নজরে রাখিয়া আমারে
নয়নের বান মারিলা ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরাইলা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরাইলা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরীতির আগুন ধরাইলা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে..
অন্তরে পিরীতির আগুন ধরাইলা
0 Comments