Jiggasha Lyrics Song (জিজ্ঞাসা) Mahtim Sakib | Bangla New Song 2020 | Bangla Lyrics

Jiggasha Lyrics Song By Mahtim Shakib:-)

Jiggasha Lyrics Song (জিজ্ঞাসা) Mahtim Sakib  Bangla New Song 2020  Bangla Lyrics



Song Info:

  • Song : Jiggasha (জিজ্ঞাসা)
  • Lyrics n' Tune : Mahtim Shakib 
  • Music : Tasnuv | Bulet | Shuvo
  • Mix and Master : Tasnuv N Rahman
  • Video Director: Mahtim Sakib

Jiggasha Lyrics Song in Bengali:

শোন একটা প্রশ্ন তোমার কাছে
আমি কি তোমার হতে পারি
তোমার নামে, নামটা জুড়ে দিয়ে
হয়ে যেতে চাই একান্ত তোমারি,,

উদাসী মন, তোমার গানে
শত জিজ্ঞাসা, কোন মানে
সুরে সুরে, দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে,,

কাছে টানে!!!!!

বেনামী হাজার চিন্তা, প্রতি প্রহরে
রাতদুপুর সময় না জেনে, আমায় ঘিরে ধরে
বেনামী হাজার চিন্তা, প্রতি প্রহরে
রাতদুপুর সময় না জেনে, আমায় ঘিরে ধরে

হাজার কাজের মাঝে, তুই যে মনে বাজে
দেখতে চাই তোমায় নজরে

উদাসী মন, তোমার গানে
শত জিজ্ঞাসা, কোন মানে
সুরে সুরে, দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে,,

কাছে টানে !!!!!!

জিজ্ঞাসা লিরিক্স মাহতিম সাকিবঃ

Son takta prosno tumar kache
Ami ki tomar hote pari
Tomar name nam ta jure diye
Hoye jete chai akanto tomar e

Udashi mon tumar gaane
Soto jiggasa kon mane
Sure sure duti prane
Bhalobasa kache tane
Kache tane.

'' আমাদের ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ ''
Reactions

Post a Comment

0 Comments

close