Hashbo Abar Amra Lyrics By Imran Mahmudul :
Song Info:
- Song: Hashbo Abar Amra
- Singer : Imran Mahmudul
- Lyric : Hasan Motiur Rahman
- Tune : Nazir Mahmud
- Music: Musfiq Litu
- Video : Aabid Hasan
- Label : Dhruba Music Station
Hashbo Abar Amra Lyrics Song In Bengali :
প্রভু ক্ষমা করো
দয়া করো
রহম করো
আবারো বাউলের হাতে
বাজবে একতারা
আবারো বেরিয়ে আসবে
ঘরে বন্দি যারা,
আবারো বাউলের হাতে
বাজবে একতারা
আবারো বেরিয়ে আসবে
ঘরে বন্দি যারা।
সুস্থ হয়ে যাবে শহর
সুস্থ হয়ে যাবে গ্রাম
মুছে যাবে একদিন
করোনা ভাইরাসের দিন
মনে আছে আসীম শক্তি
মুখে আছে বিশ্বাস
কষ্টের পথ পাড়ি দিয়ে
ফেলবো এ মুক্তির নিশ্বাস
সব কিছু হয়ে গেলে পায়ে
যুদ্ধটা হয়ে যাবে শেষ
হাসবো আবার আমরা
হাসবে বাংলাদেশ,
হাসবো আবার আমরা
হাসবে বাংলাদেশ।
হাসবো আবার আমরা
হাসবে বাংলাদেশ,
হাসবো আবার আমরা
হাসবে বাংলাদেশ।
সমাপ্ত
Hashbo Abar Amra Song Video:
0 Comments