Arman Alif ( Kar Bukete Haso Lyrics ) - কার বুকেতে হাসো - Sahriar Rafat - Bangla lyrics ।

Kar Bukete Haso Lyrics by Arman Alif:-)

Arman Alif ( Kar Bukete Haso Lyrics ) - কার বুকেতে হাসো - Sahriar Rafat - Bangla lyrics ।


KAR BUKETE HASO LYRICS BY ARMAN ALIF : Presenting Kar Bukete Haso", This song singing by playback singer "Arman Alif", Lyrics & Tune by "Arman Alif" & Music by Sahriar Rafat. Directed by "Saikat Reza"  Starring Ashfaq Rana & Liana Lia.


Song Info:
  • Song: Kar Bukete Haso
  • Singer: Arman Alif
  • Lyrics & Tune: Arman Alif
  • Music: Sahriar Rafat
  • Fluet: Saeed Hasan Babu
  • Guitar: Rajib Ghosh
  • Arrange by: Mehedi Hasan Limon
  • Album: Kar Bukete Haso
  • Director: Saikat Reza
  • Production: SR Film
  • Producer: CMV
  • Produced and Distributed by Central Music and Video [CMV].

কার বুকেতে হাসো বাংলা লিরিক্স:

তুমি কার কথা মনে করে কার বুকেতে হাসো?
কার ছবি মনে এঁকে কাকে ভালোবাসো?
কাকে আজ ভীষণ করে দেখতে ইচ্ছে হয়?
কে তোমার জগত জুড়ে আঁকড়ে ধরে রয়?

কার কথা মনে করে কার বুকেতে হাসো?
কার ছবি মনে এঁকে কাকে ভালোবাসো?
কাকে আজ ভীষণ করে দেখতে ইচ্ছে হয়?
কে তোমার জগত জুড়ে আঁকড়ে ধরে রয়?

আজও কি মনে পড়ে সেই গিটারের সুর?
নাকি নতুন সুরে মুগ্ধ তুমি হারাও বহুদূর?
কেউ কি পারে আমার মতো বসতে ভালো খুব?
বৃষ্টির দাগ গুনে গুনে কি আজও থাকো নিশ্চুপ?

আজও কি মনে পড়ে সেই গিটারের সুর?
নাকি নতুন সুরে মুগ্ধ তুমি হারাও বহুদূর?
কেউ কি পারে আমার মতো বসতে ভালো খুব?
বৃষ্টির দাগ গুনে গুনে কি আজও থাকো নিশ্চুপ?

কে তোমায় রাত্রি জুড়ে গল্প শোনায় আজ?
কে বলে রাত পাহারায় চুপটি করে থাক?
কে পারে আমার মতো তোমায় হাসাতে?
কে পারে সুখের ঘোরে তোমায় ভাসাতে?

কে তোমায় রাত্রি জুড়ে গল্প শোনায় আজ?
কে বলে রাত পাহারায় চুপটি করে থাক?
কে পারে আমার মতো তোমায় হাসাতে?
কে পারে সুখের ঘোরে তোমায় ভাসাতে?

জানো কি আজও আমার একলা লাগে খুব?
আমার রাত্রিগুলো কেড়ে নিয়ে হও তুমি কার ঘুম?
সেই হারানো দিনগুলো কি ফিরিয়ে দেবে আর?
সাজিয়ে দেওয়া পুতুল আমার, কার, তুমি কার?

জানো কি আজও আমার একলা লাগে খুব?
আমার রাত্রিগুলো কেড়ে নিয়ে হও তুমি কার ঘুম?
সেই হারানো দিনগুলো কি ফিরিয়ে দেবে আর?
সাজিয়ে দেওয়া পুতুল আমার, কার, তুমি কার?

কে ফোনের আড়াল থেকে বলে ভালোবাসি?
কে বলে কালো ছেড়ে তোমার আলোয় ভাসি?
কে দেয় আজ ক্যান্ডেল-লাইটে চুল সরিয়ে তোর?
কে বলে, "দেখলে তোরে লাগে কেমন ঘোর"

কে ফোনের আড়াল থেকে বলে ভালোবাসি?
কে বলে কালো ছেড়ে তোমার আলোয় ভাসি?
কে দেয় আজ ক্যান্ডেল-লাইটে চুল সরিয়ে তোর?
কে বলে, "দেখলে তোরে লাগে কেমন ঘোর"

ভাবো কি আজও থাকে কেউ দাঁড়িয়ে?
ইচ্ছে হয় কি একটু কাঁদতে আমায় জড়িয়ে?
খুঁজবে কি আর হারিয়ে গেলে অনেক দূরে কেউ?
বাসবে না আর আমার মতো ভালো তোমায় কেউ

বাসবে না আর আমার মতো ভালো তোমায় কেউ
বাসবে না আর আমার মতো ভালো তোমায় কেউ

                        __সমাপ্ত__


KAR BUKETE HASO SONG VISEO:




Related Lyrics - Arman Alif

OPORADHI (অপরাধী) LYRICS 
Nesha (নেশা) Lyrics
Reactions

Post a Comment

0 Comments

close