Amake Amar Moto Thakte Dao Lyrics ( আমাকে আমার মতো থাকতে দাও) - Anupam Roy | Autograph | Banglalyricsdot |

Amake Amar Moto Thakte Dao Lyrics

Amake Amar Moto Thakte Dao


গানের বিবরণ
গায়ক: অনুপম রায়
সংগীত: অনুপম রায়
চলচ্চিত্র: অটোগ্রাফ (2010)
পরিচালক: শ্রীজিৎ মুখার্জি
সিনেমাটোগ্রাফি: সৌমিক হালদার
প্রযোজনা: শ্রী ভেঙ্কটেশ ফিল্মস


অনুপম রায় এর লিরিক্স - আমাকে আমার মতো থাকতে দাও

আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।

আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক,
সব পেলে নষ্ট জীবন।

তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়,
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাচের মতো।
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও,
দূরবীণে চোখ রাখবো না না না (না না না না না না না)

এই জাহাজ মাস্তুল ছাড়খার,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।

কখনো আকাশ বেয়ে চুপ করে,
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে।
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুজোনা আমায়,
আশেপাশে আমি আর নেই।

আমার জন্য আলো জ্বেলোনা কেউ,
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ।
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি,
শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না (না না না না না না না)

এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।

(না না না না না না না না না না না না না না না)

তোমার রক্তে আছে স্বপ্ন যতো,
তারা ছুটছে রাত্রি-দিন নিজের মতো।
কখনো সময় পেলে একটু ভেবো,
আঙুলের ফাকে আমি কই;

হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে,
যত শুকনো পেয়াজ কলি, ফ্রিজের শীতে;
আমি ওবেলার ডাল-ভাত ফুরিয়ে গিয়েছি,
বিলাসের জলে ভাসব না না না।

এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।

(না না না না না না না না না না না না না না না)


Anupam Roy's lyrics English translation

Let me be on my own,
I've sorted out my strife.

Let me be on my own,
I've sorted out my strife.
I'm not bothered of what weren't meant to be.
Abundance would ruin one's life.

In this hazy half-lit world,
In bits of dusk you may
Feel free to fly away, my friend.
I shall not soothsay.

In my shipwrecked existence,
I struggle to stay afloat.
I am no longer game
For her midnight tantrums.
So I'm trying hard
To swim onto the shore.

If love drips by at the dawn
Like silent dewdrops,
You will not find me there,
I'd have vanished from your view.

Don't turn on the lights for me,
I am now lost in the sea of humans
In this railway station.
The last train left as I got lost and I could not embark.

In my shipwrecked existence,
I struggle to stay afloat.
I am no longer game
For her midnight tantrums.
So I'm trying hard
To swim onto the shore.

Na Na Na Na Na Na Na Na Na Na Na Na Na Na Na...

Dreams run wild now in your blood
Through the night and morn.
If you try to grasp me then
You will find I'm gone.

I'll bypass the frosty touch
Of minds and veggies dry,
And though I've lost myself,
I will not comply.

In my shipwrecked existence,
I struggle to stay afloat.
I am no longer game
For her midnight tantrums.
So I'm trying hard
To swim onto the shore.

Na Na Na Na Na Na Na Na Na Na Na Na Na Na Na...

Reactions

Post a Comment

0 Comments

close